স্বাধীনতা দিবসে রাজধানীতে শিবিরের বর্ণাঢ্য র‌্যালী

0
39
10লাল সবুজের রঙে রঙিন হয়ে জাতীয় পতাকাকে সমুন্নত রেখে রাজধানীকে কিছুক্ষণের জন্য হলেও রাঙিয়ে তুলেছিলো স্বাধীনতার অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখার শত শত নেতাকর্মী। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ এক বিশাল বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে তারা।
সকাল ৮টায় রাজধানীর বসুন্ধরা গেট এলাকা থেকে এই দৃষ্টিনন্দন বর্ণাঢ্য র‌্যালীটি শুরু হয় এবং নদ্দা বাসস্ট্যান্ড গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাখা সভাপতি হাসান জারিফের পরিচালনায় র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাহিন আহমেদ খান।
সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, স্বাধীনতার ৪৬তম বছর অতিক্রম করলেও যেই উদ্দেশ্য নিয়ে আমার মাতৃভূমিকে স্বাধীন করা হয়েছিলো সেই স্বাধ দেশের জনগন আজও ভোগ করতে পারছে না। পত্রপত্রিকার দিকে তাকালে আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই প্রিয় মাতৃভূমিকে মনে হয় যেনো আজিমপুরের গোরস্তানে পরিণত হয়েছে। হাটে ঘাটে মাঠে ঘরে বেডরুমে নদীতে পুকুরে শুধু লাশ আর লাশ।
তিনি আরো বলেন,  যারা  এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ছিলেন, আমাদের সেই প্রিয় ইসলামী নেতৃবৃন্দকে আজ বিচারের নামে হত্যা করা হচ্ছে এবং কারারুদ্ধ রাখা হয়েছে। অবিলম্বে মাওলানা মতিউর রহমান নিজামীসহ সকল ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে নি:শর্ত মুক্তি দিতে হবে। তাদেরকে কারারুদ্ধ রেখে কখনোই স্বাধীনতার প্রকৃত স্বাধ গ্রহন সম্ভব নয়।
বর্ণাঢ্য র‌্যালীতে এসময় আরো উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি জে. মাহমুদ, দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, অর্থ সম্পাদক জাকের হোসাইন, শিক্ষা সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here