সুয়ারেজের গোলে জয় বঞ্চিত ব্রাজিল

0
0

সুয়ারেজের গোলে জয় বঞ্চিত ব্রাজিল

ব্রাজিলের মাটিতে বসেই শেষ ম্যাচ খেলেছিলেন সুয়ারেজ। সেটি ২০১৪ সালের বিশ্বকাপ। তারপর দীর্ঘ দিন আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ ছিলেন তিনি। অবশেষে ফিরলেন। দলে ফেরা প্রথম ম্যাচটিও ব্রাজিলের মাটিতে। প্রতিপক্ষ স্বাগতিকরা। নিজের প্রত্যাবর্তনের ম্যাচটি গোল করে স্মরণীয় করে রাখলেন উরুগুয়ের এই তারকা। তার গোলে জয় বঞ্চিত হল নেইমাররা।

বার্সেলোনায় নেইমার-সুয়ারেজ সতীর্থ। জাতীয় দলে দু’জন হয়ে গেলেন প্রতিপক্ষ। তবে তাদের কারো কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয়নি। কারণ ব্রাজিল-উরুগুয়ের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।বাংলাদেশ সময় শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে ব্রাজিলের নেইমার কোনো গোল করতে পারেননি। কিন্তু ম্যাচের শেষ গোলটি করে দলকে ড্র উপহার দেন সুয়ারেজ। গোলের দিক থেকে সমান না হলেও কার্ড দেখায় সমানে সমান নেইমার-সুয়ারেজ। উভয়ই দেখেছেন হলুদ কার্ড।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকার ১০ দলের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল উরুগুয়ে। দুই পয়েন্ট কম নিয়ে ঠিক পরের স্থানে ছিল ব্রাজিল। এই ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল নেইমারদের। কিন্তু ড্র হওয়া স্থান পরিবর্তন করতে পারেননি কেউই।ম্যাচটিতে লিড নিতে ব্রাজিলের মাত্র ৪০ সেকেন্ড সময় লেগেছিল। ডগলাস কোস্টার গোলে এগিয়ে যায় সেলেকাওরা। খেলার ২৬ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন রেনাটো উগুস্তু।এদিকে উরুগুয়ের জবাব শুরু হয় খেলার ৩১ মিনিটে। কাভানির গোলে ২-১ ব্যবধানে পৌঁছায় সফরকারীরা। প্রথমার্ধে তিন গোলে হলেও দ্বিতীয়ার্ধে মাত্র একটি গোলে হয়েছিল। খেলার ৪৮ মিনিটে গোলটি করেন সুয়ারেজ। তার গোলে ২-২ ড্রতে পৌঁছায় উরুগুয়ে। ম্যাচের বাকি সময় আর কেউ গোল করতে না পারায় ড্রয়ের মাধ্যমে শেষ হয় ম্যাচটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here