ফার্মগেটে প্রকাশ্যে মেডিকেল ছাত্রীকে হেনস্তা : আটক ১

0
0

10রাজধানীর ফার্মগেটে প্রকাশ্যে মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগে মুন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে এ ঘটনায় ওই শিক্ষার্থী শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।

মেয়েটি টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সকালে টাঙ্গাইল থেকে ফার্মগেট এলাকায় বাস থেকে নামেন। বাসায় যাওয়ার পথে তেজগাঁও কলেজের সামনে চারজন যুবক তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করে। এক পর্যায়ে ওই যুবকেরা মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। প্রতিবাদ জানালেও যুবকেরা মেয়েটির পিছু নেন। মেয়েটি রিকশায় উঠলেও পেছন থেকে তাকে টেনে ধরার চেষ্টা করেন দুজন। এ সময় মেয়েটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে এ ঘটনা জানান।

পুলিশ ধাওয়া দিয়ে মুন নামের ওই যুবককে আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়। মুন তেজগাঁও কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। আটকের পর তাকে ছাড়িয়ে নিতে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে লাতিফ নামের এক যুবক শেরেবাংলা নগর থানায় আসেন। লতিফ নামে ওই যুবক অভিযোগ না দিতে তাদের অনুরোধ করেন বলে ও জানান তিনি।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস এ ঘটনার সত্যতা স্বিকার করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here