বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু দেশে এখন গণতন্ত্র নেই, সুশাসন নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’ শনিবার সকালে স্মৃতিসৌধের বেদীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুষ্পার্ঘ্য অর্পণ শেষে একথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. খন্দকার মোশাররাফ হোসেন, ভাইস চেয়ারম্যান, আবদুল্লাহ আল নোমান সহ দলের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।