তনুর হত্যাকারী যেই হোক কঠোর শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

তনুর হত্যাকারী যেই হোক কঠোর শাস্তি হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

তনু ধর্ষণ ও হত্যাকাণ্ড গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে একাত্তরের শহিদপুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। এ সময় পুলিশের মহাপরিদর্শক উপস্থিত ছিলেন।তিনি বলেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা সম্ভব নয় বলেও জানান তিনি।এসময় পুলিশের মহাপরিদর্শকও উপস্থিত ছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু গত ২০ মার্চ টিউশনির উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর রাত ১০টায় কুমিল্লা সেনানিবাস এলাকার অলিপুরে একটি কালভার্টের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের একজন কর্মচারী। তাদের পরিবার সেনানিবাসের ভেতরেই থাকে। ওই এলাকাতেই বড় হয়েছেন তনু।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, তনু হত্যাকাণ্ডের বিচার হবে। এ ঘটনায় গোয়েন্দারা কাজ করছে। আমরা অনেক বড় বড় ঘটনার রহস্য বের করেছি। এটিরও রহস্য উদ্ঘাটন হবে। হয়তো একটু সময় লাগছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঘটনা যেখানে ঘটেছে সেখানে পুলিশ ও গোয়েন্দারা কাজ করছে। বিষয়টি তদন্তাধীন, আগাম মন্তব্য করা ঠিক হবে না।এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরায় র‌্যাব সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক বেনজির আহমেদ তনু হত্যাকাণ্ডের বিষয়ে বলেন, শিগগিরই সুখবর দিতে পারব।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহানের (তনু) হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ চলছে। কুমিল্লায় দিনভর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলেছে গতকাল। শাহবাগে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ। ঢাকার বাইরে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, বান্দরবান ও চাঁপাইনবাবগঞ্জে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বিকেলে কুমিল্লা জেলা কোর কমিটির বিশেষ সভা হয়েছে। পুলিশ গত পাঁচ দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। জেলা গোয়েন্দা (ডিবি) সংস্থার একটি দল এ হত্যাকাণ্ড নিয়ে কাজ করছে। তারাও এর কোনো কিনারা খুঁজে পাচ্ছে না।কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতির খবর জানাতে পারছি না। আমরা কাজ করছি।

তবে গত রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী এ হত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে।২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগী জাহানের লাশ পাওয়া যায়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। নিহত শিক্ষার্থীর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here