ডেনমার্কে ২৫ মার্চ স্মরণে আলোর মিছিল

0
0
10১৯৭১ সালের ২৫ মার্চ ও বাংলাদেশের অভ্যুদয়ে সব শহীদের স্মরণে ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া যৌথভাবে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে আলোর মিছিল উদ্বোধন করেন।
সুদুর লন্ডন থেকে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ গনি মুঠোফোনে আজকের দিনে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু ও সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘১৯৭১এর গণহত্যার প্রথম রাত ২৫শে মার্চ। আজ পাক হায়েনার বাহিনী ঝাঁপিয়ে পরে নিরহ নিরস্ত্র বাঙ্গালিদের ওপর। পরবর্তী নয় মাসে হত্যা করে ত্রিশ লাখ বাঙ্গালিদের।চার লাখ শিশু-নারী ধর্ষিত হয়।’ তাদের স্মরণে ডেনিশ পার্লামেটের সামনে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ইউরোপের অন্যান্য দেশের কাছে অনুকরণীয় হয়ে থাকবে বলে আশা করেন।
সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন বলেন, ‘ডেনমার্কে আমরা সবসময় সংগঠনের মৌলিক কাজগুলো করে থাকি। ২৫ শে মার্চ এর গণহত্যা বিশ্বে নজিরবিহীন। নিষ্ঠুর হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে ২৫ শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করার জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।’
সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘আলোর মিছিল করে শুধু শহীদদের স্মরণ করলে হবে না। এই আলোয় আলোকিত করতে হবে বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষৎ প্রজন্মকে সত্য ইতিহাসের আলোয়। কারা স্বাধীনতা বিরোধী ও তাদের দোসর তা জানাতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডেনমার্ক আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ খালেক, ইকবাল মিঠু, জামাল আহমেদ, সাব্বির আহমেদ, বোরহান উদ্দিন, হিল্লোল বড়ুয়া, ডেনমার্ক যুবলীগের সভাপতি জামিল আখতার কামরুল, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামি দাস, মানজুর লিমন, মোতালেব ভুইয়া, মোহাম্মদ ইউসুফ, কবির আহমেদ, সেতু, খাদিজা খাতুন মিনি, নাসরিন আখতার মুকুল, ডা সানন্দা, তিন্নি, কিশোর, নিরব, তপু, নির্মল, সরফরাজ, জুয়েল, সরফরাজ, হিমেল, ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন ডেনমার্ক ছাত্রলীগ, যুবলীগ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ডেনমার্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here