মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শনিবার সকাল সাগে নয়টায় শেরে বাংলা নগর অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীতে দলের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান।
এর আগে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা, বিজয় দিবসে জাতির সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গুলশানে বিএনপির চেয়ারপাসনের বাসভবস ‘ফিরোজা’ থেকে স্মৃতিসৌধের উদ্দেশ্যে শনিবার সকাল পৌনে আটটায় যাত্রা শুরু করেন।
প্রতি বছর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলেও গত বছর এই দিন নিজ কার্যালয়ে ‘অবরুদ্ধ’ থাকায় তিনি স্মৃতি সৌধে যাননি।
জিয়াউর রহমানের সমাধীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আশন নিরব প্রমুখ।
বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালী, রক্তদান কর্মসূচিসহ দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি।