জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে জঙ্গিবাদ বলতে বিশেষ কিছু নেই। যা ঘটছে তা সবই সন্ত্রাসী কর্মকাণ্ড। এর সঙ্গে রঙ লাগিয়ে জঙ্গিবাদ বলা হচ্ছে।’ শনিবার সকালে মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৫ বছর পার হলেও এখনো দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। রাজনৈতিক দলাদলির কারণে দেশ পিছিয়ে পড়েছে। জঙ্গিবাদ শব্দটা আমি বেশি বুঝি না। যা ঘটছে তা সবই সন্ত্রাসী কর্মকাণ্ড। এসবের কারণেই দেশ পিছিয়ে পড়েছে।’
শ্রদ্ধা জানানোর সময় এরশাদের সঙ্গে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।