তিনি (খালেদা জিয়া) নিজেকে বদলাতে পারবেন না বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া জঙ্গিদের পাহারাদার।
শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া তাদের সম্মেলনে গণতন্ত্র নিয়ে নানা গলাবাজি করলেও তাদের দোষর জামায়াত-শিবির ও রাজাকারদের ত্যাগ করার ব্যপারে রহস্যজনক নিরবতা পালন করেছেন। এই নিরবতা পালনের মাধ্যমে তিনি জামায়াত-শিবিরের জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন। তিনি (খালেদা) জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের পক্ষে ছিলেন, এখনো আছেন।’
জামায়াত-শিবির ও জঙ্গিবাদকে না ছেড়ে তিনি যে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন সেটিও একটি চক্রান্ত বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ কলঙ্ক মুক্ত হয়েছে। কিন্তু খালেদা জিয়া তাদের প্রশ্রয় দিয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’