‘বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় সাথে বিএনপি-জামাত জড়িত ‘ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী বোমা হামলা ও বাংলাদেশে বিগত সময়ে বিদেশী হত্যাকাণ্ড, পেট্রোল বোমা হামলায় মানুষ হত্যা, ব্লাগার-লেখক হত্যা সবই একই সূত্রে গাঁথা‘। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাস-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিশ্বের সকল জাতি ধর্ম বর্ণ ও গোত্রের ঐক্য চাই, বেলজিয়ামের রাজধনী ব্রাসেলসে সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক লীগ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, সেনাবাহিনীর ক্যান্টেনমেন্ট এলাকায় এমন হত্যাকান্ড আগাম বার্তা জানিয়ে দিচ্ছে যে সন্ত্রাসীরা ফের মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। এদেরকে স্বমূলে উত্পাটন করে দিতে হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়ে বলেন, হত্যাকরীরা যত বড় হোক না কেন, তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনুন। আন্তর্জাতিক সন্ত্রাসীদের সাথে বিএনপি-জামায়েতের গভীর যোগাযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি এম. এ জলিলের সভপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার, এম. এ করিম প্রমুখ।