মালয়েশিয়ায় জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন এক পুলিশ কর্মকর্তা সহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের সবাই তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত।
তিনি বলেন, রাজধানী কুয়ালালামপুরসহ আরো ছয়টি প্রদেশে তিনদিন অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় । বিগত তিনবছরে মালয়েশিয়ায় জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে ১৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়াদের বয়স ২২ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে চারজন নারীও রয়েছেন। তারা আইএসে যোগ দেওয়ার জন্য সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন। দ্য গার্ডিয়ান