নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করলে কোনো ছাড় নয়: নাসিম

0
22

10আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কেউ বাড়াবাড়ি করলে, তিনি যে দলেরই হোক না কেন তাকে কোনো ছাড় দেয়া হবে না।

শুক্রবার বিকালে বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে মহান ‘স্বাধীনতা উৎসব-২০১৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সার্ক কালচারাল সোসাইটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করেন। তাই ইসিকে বলব- সকল ধরনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনে আরও কঠোর হতে। সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা দরকার তাই করবেন। এক্ষেত্রে শেখ হাসিনা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন।’

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে সকল নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে এবং হবে। শেখ হাসিনা সব সময় সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। তাই আইনশৃংখলা বাহিনী ও ইসিকে বলব- সুষ্ঠু নির্বাচন করতে আপনারা আমাদের সহযোগিতা চাইলে, সহযোগিতা আগেও করেছি, এখনও করব।

এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মহীউদ্দিন খান আলমগীর এ স্বাধীনতা উৎসবের শুভ উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here