কুমিল্লার চান্দিনা উপজেলায় আগুনে পুড়ে বালুবাহী ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহজালাল জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী বালুবাহী ট্রাকটি একই মুখী অপর একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা ট্রাকটি সামনের দিকে ছিটকে যায় এবং বালুবাহী ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় বালুবাহী ট্রাকটির উভয় পাশের দরজা আটকে যাওয়ায় ঘটনাস্থলেই চালক ও হেলপার পুড়ে মারা যায়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) অচিন্ত কুমার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। নিহতের মরদেহ চেনার উপায় নেই। এখনও মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।’