তনুর জন্য গোটা দেশকে জেগে উঠতে বললেন ফখরুল

0
0

10কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ও ধর্ষণের বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, ‘তনু আমাদের মেয়ে। দেশের সবচেয়ে নিরাপদ স্থানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কুমিল্লাবাসী জেগে উঠেছে। পুরো বাংলাদেশকেও জেগে উঠতে হবে।’

তিনি এ সময় তনু হত্যার বিচার দাবিতে দলের নারীনেত্রীদের আরও স্বোচ্চার হওয়ার আহ্বান জানান।

স্বাধীনতার ৪৫ বছর পর দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্র-গণতন্ত্র খেলা চলছে।’

উল্লেখ্য, গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় তনুকে। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে তার মৃতদেহ পাওয়া যায়।

নিহত তনু ময়নামতি ক্যান্টনমেন্ট বোর্ডের চতুর্থ শ্রেণির কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে। টিউশনি করে পড়াশোনার খরচ যোগাতেন তনু। তাদের গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার মির্জাপুরে।

মেয়েকে হত্যার ঘটনায় গত সোমবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন নিহত তনুর বাবা ইয়ার হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here