কুমিল্লা অভিমুখে গণজাগরণের লং মার্চ রোববার

0
29
10কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে আগামী রোববার শাহবাগ থেকে কুমিল্লা অভিমুখে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

শুক্রবার বিকালে শাহবাগে তনু হত্যার বিচার দাবিতে গণসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

সমাবেশ থেকে তনু হত্যার ঘটনায় স্বাধীনতা দিবসের নিয়মিত কনসার্ট বাতিল করে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ঘোষণা দেয়া হয়।

ইমরান এইচ সরকার বলেন, ‘তনু হত্যার ঘটনায় সবাই যখন ফুঁসে উঠছে, তখন কুমিল্লার সুশীল সমাজের প্রতিনিধিদের কথা বলতে নিষেধ করার অভিযোগ উঠছে। আমরা বলতে চাই- বাঁধা দিয়ে আন্দোলন বন্ধ করা যায় না।’

দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার মাধ্যমে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

তনু হত্যা ঘটনার পেছনে কোনো ‘অসাধারণ’ ব্যক্তিরা জড়িত থাকলে তাদের খুঁজে বের করার আহ্বান জানান ইমরান এইচ সরকার।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উদীচীর সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, মানবাধিকারকর্মী খুশি কবির, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকি আক্তার, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় তনুকে। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে তার মৃতদেহ পাওয়া যায়।

নিহত তনু ময়নামতি ক্যান্টনমেন্ট বোর্ডের চতুর্থ শ্রেণির কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে। টিউশনি করে পড়াশোনার খরচ যোগাতেন তনু। তাদের গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার মির্জাপুরে। পড়াশোনার পাশাপাশি তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী হিসেবে কাজ করতেন।

মেয়ে হত্যার ঘটনায় গত সোমবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন নিহত তনুর বাবা ইয়ার হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here