ঝিনাইদহ প্রতিনিধিঃ বৃস্পতিবার সকাল থেকে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবস্থিত এশিয়ার বৃহত্তম দত্ত নগর কৃষি ফার্মের ব্লাষ্ট আক্রান্ত ৩৫৭ একর জমির গম আগুন দিয়ে পুড়ানো শুরু হয়েছে। দত্তনগর বিএডিসি ফার্ম সূত্রে জানা গেছে, এ বছর দত্তনগর ৫টি ফার্মের অধীনে ৩৫৭ একর জমিতে গম চাষ করা হয়েিেছল। ভাইরাস রোগে(ব্লাষ্ট রোগে) আক্রান্ত হলে কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে ২৪ ফেব্রুয়ারী নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন ইসলামের উপস্থিতিতে সকাল থেকে গম ক্ষেত পুড়ানো শুরু হয়। দত্তনগর ফার্মের যুগ্ন পরিচালক জামেলুর রহমান জানান, ৩১ বছর আগে এই রোগ একবার বাংলাদেশে দেখা গিয়েছিল। এ বছর হঠাৎ করে এই রোগ দেখা দেয়ায় তাদের গম ক্ষেতগুলি নষ্ট হয়ে গেছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক গমক্ষেতগুলি পুড়ানো হলো। এতে সরকারের ১ কোটি ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরো বলেন, এই গম বীজের জন্য সংরক্ষন করলে চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হতো। গম পুড়ানোর সময় কৃষি মন্ত্রনালয়ের জিএম এবং এজিএম উপস্থিত ছিলেন।