ফেনীতে দুই হাজার বোতল ফেন্সিডিল ও ৪২ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
45

BC-24-03-16-D_09ফেনীতে মাইক্রোবাস ভর্তি দুই হাজার বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪২ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চেকপোষ্ট বসিয়ে মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী মো. কামরুল হোসেন সোহেল (২৫) ও আনোয়ার হোসেনকে (২৮) আটক করে র‌্যাব।
র‌্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াডন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী মাদকবাহী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-০২৪০) আটক করে। পরে মাইক্রোবাসটি তল্লাশী করে আমদানী নিষিদ্ধ দুই হাজার বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪২ কেজি গাজা জব্দ করে। এসময় মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় সোয়াগাজী মজলিসপুর পূর্ব পাড়া আলম মাস্টার বাড়ির কামাল হোসেনর ছেলে মো. কামরুল হোসেন সোহেল ও একই থানার গোয়ালগাঁও এলাকার মোহাম্মদ মমতাজের ছেলে আনোয়ার হোসেনকে আটক করে র‌্যাব।
র‌্যাব আরো জানায়, আটককৃত মাদ্রকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। আটককৃতরা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আসামীদের ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here