তনু হত্যা ঃ উত্তাল কুমিল্লা-আন্দোলন অব্যাহত

0
52

Sohagi Jahan Tonu-Pic copyকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লার রাজপথ।
তনু হত্যার বিচারের দাবিতে গত সোমবার, মঙ্গলবার ও বুধবারের ন্যায় বৃহস্পতিবারও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। সূত্র জানায়, সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে গত তিন দিনের ন্যায় বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকে। এ সময় হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে কুমিল্ল ভিক্টোরিয়া কলেজের শিক্ষকবৃন্দ, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, নোঙ্গর সাংস্কৃতিক সংঘ, রোভার স্কাউট, বিএনসিসি, ক্যাম্পাস বার্তা, রেড ক্রিসেন্ট, কলেজের সাধারণ কর্মচারী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
কুমিল্লা শহরের পূবালী চত্বরেও সকাল ১০টা থেকে মানববন্ধন ও সমাবেশ করছে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। তনু হত্যার বিচারের দাবিতে এই মানববন্ধন ও সমাবেশে যোগ দিয়েছে কুমিল্লার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ হাজার হাজার সাধারণ মানুষ।
উল্লেখ্য, গত রোববার রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে নিহত তনুর (২০) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কর্মী ছিলেন। তার বাবা মো. ইয়ার হোসাইন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ছিলেন। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। দুই ভাই এক বোনের মধ্যে সোহাগী ছোট।
সোহাগীর পরিবারের সূত্র জানায়, পরিবারের অস্বচ্ছলতার কারণে সোহাগী পাড়াশোনার পাশিপাশি বাসার কাছে অলিপুর গ্রামে এক বাসায় টিউশনি করে লেখাপড়ার খরচ চালিয়ে আসছিল। রোববার সন্ধ্যায় টিউশনি করতে গিয়ে সে আর বাসায় ফিরে আসেনি। একপর্যায়ে অলিপুর কালো পানির টাংকি নামক স্থানে রাস্তায় তনুর ব্যবহৃত জুতা দেখতে পাওয়া যায়। পরে এখানে সেখানে ছেঁড়া চুল, ছেঁড়া ওড়না ও রাস্তার পাশে ঝোপের ভিতরে মাথা থেতলানো লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় সোহাগীর বাবা বাদী হয়ে অজ্ঞাতদের নামে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গত ৩ দিনেও কাউকে শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি।
এদিকে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে শুক্রবার থেকে কুমিল্লা বিশ্বরোড, রেললাইন অবরোধসহ নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভের হুমকি দিয়েছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, আমরা হত্যার কারণ ও অপরাধীদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here