একরাম হত্যা : মিনার চৌধুরীর জামিন আপিলে স্থগিত

0
0
01ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীর জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে মিনার চৌধুরীর স্বাস্থ্য সম্পর্কিত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ১৬ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ মিনার চৌধুরীকে ৬ সপ্তাহের জামিন দেন।
এরপর ২০ মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত এবং চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
আপিল বিভাগ আজ শুনানি শেষে মিনার চৌধুরীর জামিন ২ সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন। মিনার চৌধুরী বর্তমানে কারা কর্তৃপক্ষের অধীনে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
২০১৪ সালের ২০ মে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে দুর্বৃত্তরা গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের ভাই রেজাউল হক জসিম বাদি হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। ওই বছর ২৮ অগাস্ট ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
এ মামলার আসামিদের মধ্যে জামিনে রয়েছেন ৪ জন। এ ছাড়া কারাবন্দি ৩৮ জনের মধ্যে মিনার চৌধুরী ছাড়া ফেনী কারাগারে ৩১ জন ও কুমিল্লা কারাগারে রয়েছেন ৬ জন। পলাতক রয়েছেন মামলার ১৪ আসামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here