মারুফ খানের প্রস্তাবে রাজি না হওয়াতেই বিষয়টি মামলা পর্যন্ত গড়িয়েছে বলে জানালেন মডেল ও অভিনেত্রী ঈশানা। আমার বিরুদ্ধে মামলা করার কারণ একটাই আমি কোনো আপস করি নি।
প্রযোজক অভিনেতা মারুফ খান প্রেমের দায়ের করা মানহানির মামলায় মডেল-অভিনেত্রী মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা এ পরোয়ানা জারি করে। গত ৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শুটিং স্পটে মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শুটিংয়ের সময় ঈশানা বাদীর অনুপস্থিতে তাকে নিয়ে বাজে মন্তব্য করেন। একই সঙ্গে নিজের ফেসবুকেও প্রেমকে নিয়ে একটি মানহানিকর স্ট্যাটাস দেন তিনি। এতে বাদির মানহানি হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ঈশানা বলেন, এ বিষয়টা ঐ দিনই শুটিংস্পটে সুরাহা হয়ে যায়। স্থানীয় পুলিশের এক অফিসারের সমঝোতায় সেখানেই ইতি ঘটে এই ঘটনার। অথচ এই ঘটনাকে অনর্থক বড় করে ছাড়ল সে। একটু খোঁজ নিয়ে দেখবেন মারুফ খানের ইতিবৃত্ত। তিনবি বলেন, সবকিছু খুলে বলতে হয় না, কিছুটা বুঝে নিতে হয়।