নোয়াখালী সরকারি কলেজের এক ছাত্রকে গুলি করে হত্যার সময় আহত আরেক ছাত্রলীগ নেতা মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. ইয়াসিন নামের ঐ নেতা মারা যান। এই নিয়ে নিহতের সংখ্যা তিনজন হলো।
বেগমগঞ্জ থানার ওসি ওমর ফারুক জানান, মো. ইয়াসিন ছাত্রলীগের জেলা কমিটির সদস্য ছিলেন।
পুলিশের ভাষ্য, সোমবার রাত আটটার দিকে জেলা শহরের মাইজদী বাজারে নোয়াখালী সরকারি কলেজের পুরনো ক্যাম্পাস এলাকায় সাজু নামের এক যুবকের গুলিতে নোয়াখালী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফজলে রাব্বি রাজিব নিহত হন।
এসময় তার সঙ্গে থাকা নোয়াখালী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ওয়াসিম ও ছাত্রলীগের জেলা কমিটির সদস্য মো. ইয়াসিন গুলিবিদ্ধ হন। সোমবার রাতে ঢাকায় নেয়ার পথে ওয়াসিমের মৃত্যু হয়।
এদিকে নিহত রাজিবের মা শামছুন্নাহার বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি হত্যা মামলা করেছেন।