‘নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না’

0
0

01নির্বাচন কমিশন নিয়ে কথা বলতে আর ইচ্ছে হয় না বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। এই যদি হয় অবস্থা, তাহলে দেশের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? আজ বুধবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুব জাগপা এ আলোচনা সভার আয়োজন করে। ফখরুল ইসলাম বলেন, নির্বাচনে সারা দেশে তুমুল সহিংসতা হয়েছে। এতে ১২ জন নিহত হয়েছে। পাঁচ শতাধিক লোক আহত হয়েছে। অথচ নির্বাচন কমিশানর বলেন সুষ্ঠু হয়েছে। তিনি আরও বলেন, এর আগে পৌরসভা নির্বাচন, তার আগে উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন দেখেছি। ২০১৪ সালে দেখেছি একেবারে ভোটারবিহীন নির্বাচন। বর্তমান সরকার এক এক করে গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোগুলো শেষ করে দিয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলতে আর কিছু নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here