ইসরাইলি বর্বরতা সাক্ষী যে চিড়িয়াখানা

0
45

104212_137মানুষে মানুষে যুদ্ধের শিকার তো শুধু মানুষই হয় না! অবলা প্রাণীদেরও বেঘোরে মরতে হয়।
তারই এক করুণ ছবি সশরীরে ধরে রাখা আছে গাজার চিড়িয়াখানায়। এটি এমন এক চিড়িয়াখানা, যেখানে দিনের পর দিন খেতে না পেয়ে অনাহারে মরে কাঠ হয়ে গিয়েছিল পশু-পাখিরা। ইসরাইলি হামলার সাক্ষী তারা।
সেই ভয়ঙ্কর ঘটনাকে মুছে ফেলতে চাননি কর্তৃপক্ষ। মমি করে ওই চিড়িয়াখানাতেই রেখে দেয়া হয়েছে যুদ্ধের বলি ওই প্রাণীদের।
২০০৭ সালে বিপুল অর্থ খরচ করে গাজায় এই চিড়িয়াখানাটি খোলা হয়। তার কিছু দিন পরেই ইসরাইলের নির্বিচার রকেট হানায় বিপর্যস্ত হয়ে যায় সেখানকার জনজীবন। মানুষ যখন নিজেকে বাঁচাতে ব্যস্ত, তখন কে আর খেয়াল রাখে চিড়িয়াখানার পশুদের কথা! খাবার নেই। পানি নেই। তিলে তিলে মরতে শুরু করে সেই সব বন্দি প্রাণীরা।


মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়নি যাদের, তাদের কিন্তু অন্যভাবে বাঁচিয়ে রাখা হয় এখানে। মমি করে রেখে দেয়া হয়েছে খাঁচায় খাঁচায়। প্রত্যেকটি মমি যেন মানুষের সভ্যতার কাছে এক একটি অস্বস্তিকর প্রশ্ন। একেই কি সভ্যতা বলে? এই কি মনুষ্যত্ব?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here