কাজটা ভালোভাবে করতে দিন :ড. ফরাসউদ্দিন

0
0

ড. ফরাসউদ্দিন আহমেদ -2

বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান ড. ফরাসউদ্দিন আহমেদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনার সহযোগিতা করুন। সহযোগিতা করলে কাজ ভালো হবে। ৩০ দিন সময় নিয়েছি, এর মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে। আমাদের কাজটা ভালোভাবে করতে দিন।মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবিরের সঙ্গে ব্যাংক কার্যালয়ে বৈঠকে যোগ দেয়ার আগে তিনি এসব কথা বলেন।এসময় তার সঙ্গে ছিলেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম। এ ব্যাপারে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সব প্রশ্ন এড়িয়ে যান তিনি। এর আগেও অর্থমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর হেয়ার রোডের বাসায় সাক্ষাৎ করে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি তিনি। তদন্তের স্বার্থে ৩০ দিনের মধ্যে কোনো মন্তব্য করা যাবে বলে জানিয়েছিলেন সাবেক এ গর্ভনর।

উল্লেখ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরি হয়ে যাওয়ার ঘটনায় সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস এবং বুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। এদিকে, ফিলিপাইনের সেই রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) শাখা ব্যবস্থাপককে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরির ১০১ মিলিয়ন ডলারের মধ্যে ৮১ মিলিয়ন ডলার ব্যাংকটির জুপিটার শাখায় এসেছিল এবং টাকাগুলো ওই শাখা ব্যবস্থাপকের তত্ত্বাবধানেই চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরে তা ক্যাসিনো হয়ে চলে যায় হংকংয়ে।

মঙ্গলবার ওই শাখা ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতোর ডেপুটি আঙ্গেলা তোরেস বরখাস্ত করার তথ্যটি নিশ্চিত করেছেন। ব্যাংকের নিয়ম লঙ্ঘন এবং নথিপত্র জালিয়াতির দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার থেকেই এ আদেশ কার্যকর হবে। শুধু তা-ই নয় আরসিবিসি ব্যাংক মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংকের অন্যান্য শাখা এবং কর্মকর্তাদের বিরুদ্ধেও নানা ধরনের বিধিনিষেধ আরোপের পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে অনেককে বরখাস্ত বা সাময়িক অব্যাহতিও দেয়া হতে পারে। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত শেষ হওয়ার পরপরই এসব ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, রেমিটেন্সের ৮১ মিলিয়ন ডলার মানিলন্ডারিংয়ে দেগুইতো এবং তার ডেপুটি তোরেস যৌথভাবে আইন লঙ্ঘন করেছেন এবং এই অপরাধে সহযোগিতা করেছেন। বিষয়টি এখন ফিলিপাইন সিনেটের ‘ব্লু বিবন’ কমিটির পাশাপাশি অ্যান্টি মানিলন্ডারিং কাউন্সিলসহ সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান তদন্ত করছে। দেগুইতো এবং তোরেসের বিরুদ্ধে উপযুক্ত অভিযোগপত্র আগামী সপ্তাহের মধ্যেই আদালতে দাখিল করা হবে বলেও জানিয়েছে আরসিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here