সিআইডির সঙ্গে বৈঠকে এফবিআই

0
53

01111বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ লুটের ঘটনা তদন্তে সহায়তা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন পুলিশের বিশেষ শাখা সিআইডি। রাজধানীর সিআইডি কার্যালয়ে আজ রবিবার বেলা আড়াইটার দিকে এ বৈঠক শুরু হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মীর্জা আবদুল্লাহেল বাকী জানান, রবিবার বেলা সোয়া ২টার দিকে এফবিআইয়ের এক সদস্য সিআইডি কার্যালয়ে এসেছেন। এরপর বৈঠকে এফবিআইয়ের আরেক সদস্য যোগ দেবেন। তবে এফবিআই সদস্যের নাম প্রকাশ করেননি তিনি।

তিনি জানান, অর্থ চুরির ঘটনা তদন্তে সিআইডি কী সহায়তা নেবে বা এফবিআই সিআইডিকে কী সহায়তা করবে সে বিষয়ে আলোচনা হবে। ফেব্রুয়ারির শুরুতে সুইফট মেসেজ হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনা ঘটে। এর মধ্যে ফিলিপাইনে ৮ কোটি ১০ লাখ ডলার এবং বাকি অর্থ শ্রীলঙ্কায় পাচার হয়। অবশ্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শ্রীলঙ্কায় পাচার করা অর্থ তারা ফেরত আনতে সক্ষম হয়েছেন।

অর্থ লোপাটের ওই ঘটনাটি বাংলাদেশ ব্যাংক প্রথমদিকে গোপন রেখেছিল। তবে ফেব্রুয়ারির শেষ দিকে ফিলিপাইনের স্থানীয় গণমাধ্যম ইনকোয়েরারে এ ঘটনা প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে তা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এরই জেরে গত ১৫ মার্চ পদত্যাগ করেন তিনি। এই ঘটনা তদন্তে সহায়তা করতে এফবিআই বাংলাদেশে এসেছে। এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনা খতিয়ে দেখতেও এফবিআই বাংলাদেশে এসেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here