সংবাদ সম্মেলনে কেঁদেই ফেললেন মাশরাফি

0
0

01111অ‌‌‌বৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হয়েছে টাইগার পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। তবে তাসনিকনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মানতে পারছেন না কেউই। রবিবার সংবাদ সম্মেলনে রীতিমতো ইমোশনাল হয়ে যান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ সময় আবেগআপ্লুত মাশরাফি কেঁদে ফেলেন। কোনও কোনও ক্রীড়া সাংবাদিকও তাদের কান্না চেপে রাখতে পারেননি।

চেন্নাস্বামী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এমন গুমোট পরিবেশে মাশরাফি জানান, তাসকিনকে অবৈধ করার সিদ্ধান্ত তারা মানতে পারছেন না। মাশরাফি বলেন, ‘পরীক্ষার মাধ্যমে তার অ্যাকশনে এমন অবৈধ কিছু পাওয়া যায়নি। তারপরও তাকে নিষিদ্ধ করা হয়েছে। ব্যক্তিগতভাবে মনে করি তার প্রতি অবিচার হয়েছে।’

দলের অধিনায়ক হিসেবে আইসিসি’র সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই মাশরাফির। সংবাদ সম্মেলনে এমনটি জানালেন তিনি নিজেও। মাশরাফি বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি। বিসিবিকে সবকিছু জানানো হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবে। বিসিবি আইসিসি’র সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। আমরা আশা করছি তাসকিনের সঙ্গে নায্য বিচার করবে আইসিসি।’

আইসিসির প্রতি আস্থা রেখে তিনি বলেন, ‘আমরা আগেও দেখেছি আইসিসি তরুণদের সমর্থন করেছে। আশা করছি তারা তাসকিনের পাশেও থাকবে।’

আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মনোবল কেমন জানতে চাইলে মাশরাফি বলেন, ‘দলের মনোবল ভালো নয়। তাসকিন ‌‌‌আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সে নিষিদ্ধ হওয়ায় দলের মনোবল ঠিক থাকবে না এটাই স্বাভাবিক। তবে অজিদের বিপক্ষে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here