উন্নত জীবনের জন্য ইউরোপে যাওয়ার পথে লিবিয়ার পশ্চিম উপকূলে বাংলাদেশিসহ সাব সাহারা অঞ্চলের প্রায় ৬০০ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। এছাড়া ডুবে যাওয়া একটি নৌকার ৪ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর চ্যানেল নিউজ এশিয়ার।
শনিবার চারটি নৌকা থেকে এ অভিবাসীদের উদ্ধার করা হয়। এর মধ্যে একটি নৌকা ডুবে গিয়েছিল বলে জানিয়েছে লিবীয় কর্তৃপক্ষ।
লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আয়ূব কাসেম জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকার চার আরোহীর মরদেহও উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। নৌকার আরও বেশ কয়েকজন আরোহী এখনো নিখোঁজ রয়েছেন বলেও তিনি জানান।
তিনি আরও জানান, উদ্ধারকারীরা সবাই সাব সাহারা আফ্রিকান ও বাংলাদেশি। তবে চারটি নৌকায় মোট কতজন বাংলাদেশি কিংবা আফ্রিকার নাগারিক তা স্পষ্ট করেননি তিনি।