মিয়ানমারে পাচার হওয়া বান্দরবানের ১১ শিশু কন্যাকে উদ্ধার করে গতকাল শনিবার তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঐ শিশুদের গত শুক্রবার রাতে মিয়ানমার থেকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে আটক করা হয় একজন বৌদ্ধ ভান্তেসহ ২ পাচারকারীকে।
পুলিশ জানায়, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গ্যা ছড়ি বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভান্তে উসিরি ভিক্ষুসহ সংঘবদ্ধ একটি চক্র ধর্মীয় অনুষ্ঠানে নেয়ার কথা বলে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ শিশু কন্যাকে মিয়ানমারের মংডু জেলার নাইসা ডং এলাকায় পাচার করে দেয়।
এ ঘটনায় রোয়াংছড়ি থানায় একটি মামলা হলে মিয়ানমার-বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী এবং বৌদ্ধ ভিক্ষুদের সহযোগিতায় ডিবি পুলিশ দুদিন অভিযান চালিয়ে মিয়ানমারের নাইসা ডং বৌদ্ধ বিহার থেকে পাচার হওয়া ১১ শিশুকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হয়। তবে এখনো ২ শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। আটক করা হয় বৌদ্ধ ভান্তে উসিরি ভিক্ষু (২৩) এবং উচা থোয়াই (২৪) নামে দুই পাচারকারীকে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে অপর দুই শিশুকে উদ্ধারে অভিযান চালানো হবে।
এর আগে পাচারকারীদের আস্তানা থেকে পালিয়ে আসা ১ শিশু কন্যা রোয়াংছড়ি উপজেলায় বাড়ি ফিরে ঘটনাটি অভিভাবকদের জানালে তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। এরপর জনপ্রতিনিধিদের সহযোগিতায় অভিভাবকরা রোয়াংছড়ি থানায় একটি মামলা করেন।