রাজধানীর বনানী ও কারওয়ানবাজার এলাকায় ট্রেন কেড়ে নিল দুই যুবকের প্রাণ।
রোববার সকালে ট্রেনে কাটা পড়ে নিহত হন তারা।
নিহতরা হলেন- শামিম আহম্মেদ (২৯) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা ও জহিরুল ইসলাম (৩২) সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি মিরপুর দক্ষিণ পাইকপাড়া বউ বাজার এলাকায় থাকতেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের যাত্রীরা বনানী স্টেশন অফিস ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, রোববার সকাল ৮টার দিকে কমলাপুর থেকে জয়দেপুরগামী একটি ট্রেনে কাটা পড়েন ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ভোরে কারওয়ানবাজার খাটপট্টি সংলগ্ন রেললাইনের পাশে ট্রেনে ধাক্কায় রিকশাচালক জহিরুল ইসলাম গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক।