ক্যান্সারের কাছে হেরে গেলেন দিতি

0
0

01111মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মারা গেছেন এক সময়ের সাড়া জাগানো চলচ্চিত্র নায়িকা দিতি। আজ রবিবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহে…..রাজিউন)।

ইউনাইটেড হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে।  এর আগে ভারতের মাদ্রাজের এমআইটি হাসপাতালেও দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এই অভিনেত্রী।

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির সম্পৃক্ততা ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এরপর দিতি প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এই ছবিতেই অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here