এপ্রিল থেকে হাজারীবাগের কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না

0
0

01111নদীদূষণে ট্যানারির বর্জ্যের ভূমিকা সবচেয়ে বেশি হাওয়ায় আগামী এপ্রিল থেকে হাজারীবাগের ট্যানারিতে কোনো কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
সচিবালয়ে রবিবার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ-সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে নৌপরিবহনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নদীদূষণের অন্যতম কারণ হলো শিল্পবর্জ্য। ঢাকায় নদীদূষণের জন্য শিল্পবর্জ্য ৬০ ভাগ দায়ী, এর মধ্যে ট্যানারির বর্জ্য ৪০ ভাগ। হাজারীবাগের ট্যানারির বর্জ্য যাতে নদীদূষণ করতে না পারে সেজন্য হাজারীবাগের ট্যানারি মালিকদেরকে সাভারের শিল্প নগরীতে দ্রুত চলে যেতে হবে।
‘সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ১ এপ্রিল থেকে হাজারীবাগের ট্যানারিতে কোনো কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না’ বলেন শাজাহান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here