ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৬০৮টি ইউনিয়ন পরিষদে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে এসব নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি মোতায়েন করা হয় বলে রবিবার সকালে জানিয়েছেন বিজিবির গণসংযোগ বিভাগের কর্মকর্তা মহসীন রেজা।
নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ইউপি নির্বাচনের পরের দিন সকাল পর্যন্ত বিজিবি মাঠে থাকবে বলেও তিনি জানান।
এর আগে শুক্রবার এবং শনিবার রাতে ১০টি পৌরসভায় বিজিবি মোতায়েন করা হয়। এসব পৌরসভায় রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।