অনলাইনে হজের প্রাক-নিবন্ধন শুরু, চলবে ৩০ মে পর্যন্ত

0
0

01111চলতি বছরে (২০১৬) পবিত্র হজ পালনের জন্য যাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আগামী ৩০ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

মতিউর রহমান বলেন, কোটা পূরণ হলেই নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এবার হজের প্রাক-নিবন্ধন ফি ধরা হয়েছে ৩০ হাজার টাকা। নিবন্ধনের পর যদি কেউ যেতে না  চাইলে তাকে ২৮ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল, অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার, মহাসচিব শেখ মো. আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here