রিজার্ভ চুরিতে আতিউরের কোনো সম্পৃক্ততা নেই: সেতুমন্ত্রী

0
24

08রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের কোনো সম্পৃক্ততা নেই। তিনি অত্যন্ত ভালো লোক। যেহেতু উনি গভর্নর সেহেতু সে দায় তিনি এড়াতে পারেন না। তাই তাকে পদত্যাগ করতে হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে মহাসড়কের সংস্কার কাজের পরিদর্শন করতে এসে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় বর্তমান গভর্নরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অত্যন্ত ভালো লোক। তিনি আমার সঙ্গে রেল সচিব ছিলেন। তার সঙ্গে আমি অনেক কাছে থেকে মিশেছি। সুতরাং তার যোগ্যতার বিষয়ে কোন প্রশ্ন করা চলে না।

বিএনপির কাউন্সিলে বাধার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের কাউন্সিলে কোন বাধা দেওয়া হয়নি। বাধা দিলে এত উৎসব মুখর পরিবেশে বিএনপি তাদের কাউন্সিল করতে পারতো না। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নয়, তাদের চাহিদা মতো সোহরাওয়ার্দী উদ্যানও বরাদ্দ দেওয়া হয়েছে।

মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here