শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির ৬ষ্ঠ কাউন্সিল শুরু হলে বিজেপির এ ভিডিওবার্তা বড় স্ক্রিনে দেখানো হয়।
বিজেপির অভিনন্দন বার্তাকে হাততালি দিয়ে স্বাগত জানান বিএনপির কাউন্সিলর ও ডেলিগেটসহ নেতাকর্মীরা।
এদিকে কাউন্সিলে বিদেশী অতিথিদের মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী লেবার পার্টির সদস্য সিমন ডান্স জাক, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডেমোক্রেটিক পার্টির এমপি সাইমুন ব্যাঞ্জক, প্রতিনিধি ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ফিল বেনিওনর , বিট্রিশ এ্যাম্বাসির পলিট্যাক্যাল প্রতিনিধি এ্যাডড্রিন উপস্থিত আছেন।
বেলা পৌনে ১১ টায় বিএনপির ৬ষ্ঠ কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানিয়েছেন, আজকের কাউন্সিলে দলের চেয়ারপারসন খালেদা জিয়া নতুন বার্তা দেবেন।
এই বার্তায় থাকবে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর ডাক। সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান।
অতীতের কাসুন্দি না ঘেঁটে ভবিষ্যতে দল ও ক্ষমতায় গেলে কি করবেন তার একটি রূপকল্পও তুলে ধরবেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী।