তারা প্রত্যেকেই আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আগের চেয়ে আরও শক্তিশালী হবে। পাশাপাশি মানবাধিকার বিষয়ে উন্নতি সাধন করবে বাংলাদেশ। এরপর জোটের শীর্ষ নেতারা একে একে বক্তব্য রাখেন। তার আগে গত কাউন্সিলের পর থেকে মৃত্যুবরণকারী দলীয় নেতাকর্মীদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের আনুষ্ঠানিক কার্যক্রম। প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত এবং পরে দলীয় সংগীত পরিবেশন করা হয়।
সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কাউন্সিলের ভেন্যুতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিয়ে স্বাগত জানান তাদের নেত্রীকে। কাউন্সিলকে ঘিরে সকাল থেকেই রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশ মিলনায়তন এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশে নেতাকর্মীরা সকাল থেকে জমায়েত হন। বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে এখানে আসছেন। ৩১০০ কাউন্সিলর, প্রায় ১০ হাজার ডেলিগেট, আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী মিলে প্রায় ৩০/৩৫ হাজার মানুষের অংশগ্রহণে এবারের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।