পাকিস্তান ছেড়েছেন পারভেজ মোশাররফ

0
28
01উন্নত চিকিৎসার জন্য পাকিস্তান ছেড়েছেন দেশটির সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ। শুক্রবার ভোরে দুবাইয়ের উদ্দেশে রওনা হন তিনি। খবর ডন।
এতদিন পারভেজ মোশাররফের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশ ছাড়লেন তিনি।
দেশত্যাগের আগে সাবেক এই শাসক ডনকে বলেন, ‘আমি একজন যোদ্ধা এবং আমি আমার দেশকে ভালোবাসি। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেই আমি দেশে ফিরে আসব।’
দেশত্যাগের প্রসঙ্গে সাবেক এই সেনাপ্রধান বলেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বর্তমানে শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় চিকিৎসা নিতে তাঁকে দেশের বাইরে যেতে হচ্ছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান এক সংবাদ সম্মেলনে জানান, পারভেজ মোশাররফের বিদেশ সফরের ওপর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এখন তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন। মোশাররফ চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ফিরে আসবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here