হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকদের সমাবেশে যোগ দিয়েছেন লাখো মানুষ। বিবিসি বলছে, দুই বছরের মধ্যে এটাই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ।
প্রতিবাদকারীরা শিক্ষাকে কেন্দ্রীয়করণের বিরুদ্ধে এবং স্কুলগুলোতে আরো পাঠক্রম অনুমোদন ও শিক্ষকদের বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন বলে বিবিসি জানিয়েছে। সাম্প্রতিক এক মতামত জরিপে শিক্ষকদের দাবির প্রতি জোর সমর্থন রয়েছে বলে আভাস পাওয়া গেছে। এমন কী ক্ষমতাসীন ফিডেসজ পার্টির অনেক ভোটারও শিক্ষকদের সমর্থনে মতামত দিয়েছেন।
২০১০ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসে। ওই সময় সরকার অঙ্গীকার করেছিল, শিক্ষকদের মূল উদ্বেগ শিক্ষার কেন্দ্রীয়করণ ও ব্যুরোক্রেসি বেড়ে যাওয়া রোধে দৃষ্টি দেওয়া হবে। শিক্ষকদের নেতা ইস্তভান পুকলি দেশটির পার্লামেন্টের সামনে সমবেতদের উদ্দেশে বলেন, এটি দেশের বিরুদ্ধে যেতে পারে না, এই সরকার যতদিন না এই সত্য উপলব্ধি করবে ততদিন আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, শিশুদের ভবিষ্যৎ নিয়ে যারা আগ্রহী তাদের প্রত্যেকেই এই আন্দোলন সমর্থন করবে। এর মাঝে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া না হলে আগামী ৩০ মার্চ পুনরায় এক ঘণ্টার সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিবিসি।