স্বামীর সন্ধান চান জোহার স্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেপ্তারের ইঙ্গিত

0
0

তানভীর হাসান জোহা
তথ্যপ্রযুক্তিবিদ তানভীর হাসান জোহার স্ত্রী তার স্বামীকে ‘অপহরণ’ করা হয়েছে উল্লেখ করে সন্ধানের দাবি তোলার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তার গ্রেপ্তারের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। জোহার স্ত্রী ডা. কামরুন নাহার বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগানের বাসায় সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে সন্ধানের দাবি জানান। এদিকে এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে জোহার গ্রেপ্তারের ইঙ্গিত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হতে পারে, তবে আমি নিশ্চিত নই। রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তি এ কথা বলেন।

জোহার স্ত্রী বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে বলেন, জোহা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশের জন্য কাজ করে। প্রশাসনের পক্ষ থেকে তার কাছে তথ্যপ্রযুক্তি বিষয়ে যখনই কোনো সহযোগিতা চাওয়া হয়েছে, তখনই সে তাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে। জোহা যাতে নিরাপদে ঘরে ফিরতে পারেন, সেজন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন জোহার স্ত্রী। তিনি জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে জোহার সঙ্গে মোবাইল ফোনে তার সর্বশেষ কথা হয়। জোহা তাকে জানিয়েছিলেন, সিএনজিচালিত অটোরিকশা করে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছেন। ওই সময় তিনি ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী কচুক্ষেত এলাকায় তাদের অবস্থান বলেও জানান। জোহার সঙ্গে থাকা বন্ধুর নাম ইয়ামির আহমেদ। রাত দেড়টার দিকে ওই বন্ধু তাদের ফোনে জানান, জোহা অপহৃত হয়েছেন।

এরপরই তারা কলাবাগান থানায় যান জোহার অপহৃত হওয়ার বিষয়টি অবহিত করে সাধারণ ডায়েরি করতে। কিন্তু থানা কর্তৃপক্ষ তাদের জানায়, যেহেতু তিনি সর্বশেষ কচুক্ষেত এলাকা থেকে কথা বলেছেন, এজন্য কাফরুল থানায় সাধারণ ডায়েরি করতে হবে।  বৃহস্পতিবার সকালে জোহার চাচা মাহবুবুল আলম সাধারণ ডায়েরি করতে কাফরুল থানায় যান। কাফরুল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের জানান, এটি ক্যান্টনমেন্ট থানা এলাকায় পড়েছে। সেখান থেকে ক্যান্টমেন্ট থানায় যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাস্থল ভাষানটেক থানায় পড়েছে। পরে ওই থানায়ও যোগাযোগ করেন মাহবুবুল আলম। সেখান থেকেও বলা হয় ঘটনাস্থল তাদের এলাকায় পড়েনি।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তদন্তের স্বার্থে প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে গ্রেপ্তার করা হতে পারে, তবে আমি নিশ্চিত নই। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে বিশেষজ্ঞ মতামত দেওয়া তানভীর হাসান জোহার সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আ​ইসিটি) বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবেও কর্মরত নন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here