বিশ্ব টি টোয়েন্টিতে সমর্থকরা প্রিয় দলের সমর্থনে নিজের ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করছেন। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সমর্থকরা একটি ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রাজনৈতিক প্রতি-হিংসাপূর্ণ এই দুই দেশের ক্রিকেট সমর্থকরা একে অপরের সমর্থনে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন বলে একটি পোস্টে জানিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। একটি পোস্টে তিনি বলেন, বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তরা নিজের প্রিয় দলকে সমর্থন দিতে প্রোফাইল ছবি পরিবর্তন করেছে। কিন্তু ভারত ও পাকিস্তানের ভক্তরা কিছুটা ভিন্ন কাজ করেছে। হাজার হাজার পাকিস্তানি সমর্থক ভারতের ফ্রেম ব্যবহার করে প্রোফাইল ছবি পরিবর্তন করেছে এবং ভারতীয় সমর্থকরাও একই কাজ করছে। তারা প্রোফাইল পরিবর্তনে হ্যাশট্যাগ ব্যবহার করছে #শান্তির_জন্য_প্রোফাইল। অর্থাৎ তারা ফেসবুক প্রোফাইলের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাইছে।
এর আগে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছিলেন, তিনি পাকিস্তান থেকে ভারতে বেশি ভালোবাসা পান। তার এই মন্তব্যের জন্যও নিজের দেশে সমালোচিত হয়েছেন। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত ম্যাচের সময়েও ভারতীয় সমর্থকরা আফ্রিদিদের সমর্থন করে আফ্রিদির কথার সত্যতাও যেন প্রমাণ করেছেন। বিশ্ব টি টোয়েন্টিতে ১৯ মার্চ কলকাতায় ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে।
জাকারবার্গ যোগ করেন, এই গল্পটা আমাদের পরিষ্কার ভাবে দেখিয়ে দেয় আমরা কত বেশি সংযুক্ত। আমাদের অবশ্যই নজর দিতে হবে কী আমাদের সংযুক্ত করে, কী বিভক্ত করে সেটা আমাদের মনোযোগের বিষয় হতে পারে না।