বাংলাদেশের রাজকোষ কেলেংকারিতে জড়িয়ে পড়েছে ফিলিপাইনের আরেকটি ব্যাংকের নাম। এতদিন আলোচনায় ছিল শুধু আরসিবিসি ব্যাংক। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে ইস্ট ওয়েস্ট ব্যাংক। এ ব্যাংকের একটি শাখা ম্যানেজার বাংলাদেশী ৮০০ কোটি টাকা স্থানান্তরে মধ্যস্থতা করেছিলেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী উইলিয়াম সো গো। তার এ অভিযোগের প্রেক্ষিতে ইস্ট ওয়েস্ট ব্যাংক তদন্ত শুরু করেছে। বাংলাদেশী টাকা যেসব একাউন্টে গেছে তার একটির মালিক উইলিয়াম সো গো। তিনি বলেছেন, ওই একাউন্ট তিনি খোলেন নি। আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখা ম্যানেজার মাইয়া সান্তোষ দেগুইতো তার স্বাক্ষর জাল করে একাউন্ট খুলেছেন। এরপর এ কার্যক্রমে তাকে জড়াতে দেগুইতোর সঙ্গে তার একটি বৈঠকের মধ্যস্থতা করেন ইস্ট ওয়েস্ট ব্যাংকের ব্যানিফ্যাসিও গ্লোবাল সিটি শাখা ম্যানেজার এলান পেনালোসা। এক পর্যায়ে সো গো ২০০ মিলিয়ন পেসো উপার্জন করতে চান কিনা তা জানতে চান পেনালোসা। ওই বৈঠকে সো গোকে ঘুষও প্রস্তাব করা হয়। এ তথ্যের ভিত্তিতে ইস্ট ওয়েস্ট ব্যাংক তাদের তদন্ত শুরু করেছে। এরই মধ্যে এ অর্থ চুরির জন্য সবাই যার দিকে আঙ্গুল তুলছে তিনি হলেন আরসিবিসির জুপিটার শাখার ম্যানেজার দেগুইতি। তার সঙ্গে আরও কয়েকজন আছেন বলে ধারণা করা হচ্ছে। এর অন্যতম উইলিয়াম সো গো। এ বিষয়ে বুধবার ইস্ট ওয়েস্ট ব্যাংক একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, মাইয়া দেগুইতো ও উইলিয়াম সো গোর মধ্যে যে বৈঠক ইস্ট ওয়েস্ট ব্যাংক-বারগোস সার্কেলের স্টোর প্রধান (ম্যানেজার) এলান পেনালোসা আয়োজন করেছিলেন বলে বলা হচ্ছে এ বিষয়ে আমাদের জানা নেই। ব্যাংকের অফিসার হিসেবে তার যে দায়িত্ব তার সঙ্গে উইলিয়াম সো গোর সঙ্গে পেনালোসার জড়িত হওয়ার কোন সম্পর্ক নেই। তা সত্ত্বেও ব্যাংক বলেছে, এসব রিপোর্ট আমরা তদন্ত করবো। ব্যাংকের বিদ্যমান নীতি অনুযায়ী আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। ইস্ট ওয়েস্ট ব্যাংকের প্রেসিডেন্ট অ্যান্টোনিও মনকুপা জুনিয়ার বলেছেন, আজ সিনেট ব্লু রিবন কমিটিতে তলব করা হয়েছে এলান পেনালোসাকে। তাতে সেই শুনানিতে যাওয়ার অনুমতি দিয়েছে ব্যাংক