তারা তিন জন পরস্পরের হয়ে খেলেন। বোঝাপড়াও দারুণ, মাঠে কিংবা মাঠের বাইরে।
আগেই একজন জোড়া গোল পেয়েছেন, সতীর্থ পাননি। হ্যাটট্রিকের সুযোগ এল। এটা তাদের কাছে বড় নয়, বড় সতীর্থের নামের পাশে গোল থাকতে হবে।
বলছিলাম বার্সেলোনার আক্রমণত্রয়ী- লিওলেন মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের কথা, যাদের বলা হয় এমএসএন।
বুধবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আর্সেনালের বিপক্ষে তিন জনই গোল পেয়েছেন। বার্সেলোনাও জিতেছে ৩-১ ব্যবধানে। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকায় জয়টা শেষ পর্যন্ত হয়েছে ৫-১ গোলে।
ম্যাচে আর্সেনালের হয়ে একটি গোল পরিশোধ করেছেন মিশরের মিড-ফিল্ডার মোহামেদ এলনেনির। এ জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছে গেছে লুইস এনরিখের শিষ্যরা।
ম্যাচের ১৮ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় বার্সা। লুইস সুয়ারেজের বাড়ানো বল ডি-বক্সে ধরে গোলরক্ষককে ফাঁকি দেন ব্রাজিল অধিনায়ক। বিরতি থেকে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্সেনাল।
৫১ মিনিটে এলনেনির দুর্দান্ত গোলে সমতা ফেরে আর্সেনাল। ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরাল শটে বার্সা গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এরপর স্বপ্ন দেখতে শুরু করে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
কারণ শেষ আটে উঠতে হলে তাদের আর দুই গোলের দরকার ছিল। কিন্তু, উল্টো বার্সেলোনায় দুটি গোল দিয়ে সব স্বপ্ন চুরমার করে দেয়। ৬৫ মিনিটে দানি আলভেসের ক্রসে সিজার কিকে গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
এরপর আর বাকি ছিল কেবল মেসির গোল পাওয়া। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ম্যাচের সবচেয়ে দর্শনীয় গোলটি করেন আর্জেন্টিনা অধিনায়ক।
ডি-বক্সে দুই ডিফেন্ডারের জটলার মধ্য থেকে দুর্দান্ত টোকায় এগিয়ে আসা গোলরক্ষক দাভিদ অসপিনার মাথার উপর দিয়ে বল জালে পাঠান এই ফুটবল জাদুকর।
এ নিয়ে টানা নবমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠল বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত দলটি এবারও ট্রেবল জয়ের অসাধারণ কীর্তি গড়ার পথেই আছে। %A6%BE#sthash.w7tdGBAY.dpuf