ডোপ টেস্টে ধরা পড়ায় রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার সাথে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘের অন্যতম উন্নয়ন প্রকল্প ইউএনডিপি। এই সংস্থার শুভেচ্ছো দূত হিসেবে ২০০৭ সাল থেকে কাজ করে আসছিলেন তিনি।
একটি ইমেইল বার্তায় রয়টার্সকে ইউএনডিপি বলেছে, সম্প্রতি শারাপোভার ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা শারাপোভাকে বরখাস্ত করেছি। যতদিন শারাপোভার এই ঘটনাটির তদন্ত চলবে ততদিন তার সাথে আর কোন সম্পর্ক না রাখা হবে না। তার জন্য আমাদের শুভকামনা।
বেলারুসের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য শারাপোভার চ্যারিটি ইউএনডিপির সাথে একত্রিত হয়ে আর্থিক সহায়তা দিয়ে আসছিল। খবর: দ্য গার্ডিয়ান।