বরিশালের মেহেন্দিগঞ্জের ভাষানচর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে সমীর চারু নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে এই ঘটনা ঘটে।
কাজীরহাট থানার ওসি জানান, নিহত সমীর চারু বড়ইয়া গ্রামের আব্দুর রাজ্জাক চারুর ছেলে।
জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে বড়ইয়া বাজারের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু ও বিদ্রোহী প্রার্থী মজিবর রহমান প্যাদার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঐ ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থী ফরিদ হোসেন ও সবুজ হাওলাদার নেতৃত্ব দেন। তারা দুইজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে প্রতিদ্বন্দ্বিতায় নেমে একজন নৌকা প্রতীকের পক্ষে অপরজন বিদ্রোহী প্রার্থীর আনারস প্রতীকের পক্ষে কাজ করছেন।
থানার ওসি জানিয়েছেন, চেয়ারম্যান প্রার্থী নয়, দুই প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সমীর চারু মারা যান। আহত হন ১০ জন। আহতদের স্থানীয় হাসপাতাল ছাড়াও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে সমীর চারুর ছোট ভাই শাহীন চারুর অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।