ইডেনে আজ উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখি। টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথমবারের মতো ভারতের নয়নাভিরাম এ মাঠে খেলতে নামবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বিকেল সাড়ে তিনটায় প্রতিপক্ষ আজ পাকিস্তান। যাদের বিপক্ষে সাম্প্রতিক সাফল্য দেখার মতো। শেষ পাঁচ লড়াইয়ের প্রতিটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। গত বছর পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টিতেও সান্তনার জয় পায়নি পাকিস্তান। আর সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তানকে বিদায় করে দিয়ে ফাইনালে খেলে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান দলটি নিয়ে বিশেজ্ঞরা সমীহ দেখাচ্ছেন দারুণ। পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের চেয়ে বেশি গুরুত্বের কথা শুনিয়েছেন বাংলাদেশ নিয়ে। এক সময় পাকিস্তানের বিপক্ষে চমক দেখাতে চাইতো বাংলাদেশ। কিন্তু সময় এখন পাল্টেছে। উল্টো পাকিস্তানই এখন বাংলাদেশের বিপক্ষে চমক দেখাতে চায়। পাক-কোচ ওয়াকার ইউনুস নিজেই গতকাল এমন চমক দেয়ার কথাই বলেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ফেভারিট ভাবেন না বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইডেন গার্ডেনসে পাকিস্তানের ক্রিকেট রেকর্ডটাও দারুণ। ভারতের বিপক্ষে এই মাঠে তারা সফল। অন্যদিকে প্রথমবারের মতো দাদার শহর ইডেনে খেলতে নামবে বাংলাদশে। তবে অভিষেক ম্যাচটি জিতে স্মরণীয় করে রাখতে চান বলে গতকাল জানান মাশরাফি। নিজেদের নৈপুণ্যের ধারাবাহিকতা ধরে রাখলে আরও পাকিস্তানকে হারানো মোটও অসম্ভব নয়। দলের খেলোয়াড়দের মধ্যে তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ আছেন ফর্মের তুঙ্গে। আজ পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে দেখেশুনেই খেললেই বাকিটা সব বাংলাদেশের ব্যাটসম্যানদের পক্ষে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমান আজ খেলতে পারবেন কিনা তা নিয়ে ধোয়াশা। তবে আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ যে ফর্মে আছেন তাতে তার অভাব পুষিয়ে দেয়া সম্ভব।
এ ম্যাচ নিয়ে সংবাদমাধ্যম বিবিসি’কে বিশেষ বিশ্লেষণ দিয়েছেন ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার। তিনি বলেন, ‘ইদানীং বাংলাদেশ অত্যন্ত উন্নতমানের ক্রিকেট খেলছে। কলকাতার শুকনো ব্যাটিং উইকেট বাংলাদেশের জন্য ভালোই হবে। এই উইকেটে সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং সাব্বির রহমানদের ভালো না খেলাটাই অস্বাভাবিক।’ তিনি মনে করেন মোহাম্মদ আমির এবং মোহাম্মদ ইরফানকে ভালোভাবে মোকাবেলা করলে পাকিস্তানকে হারাতে সক্ষম হবে বাংলাদেশ। তিনি বলেন ‘আমি বলবো ম্যাচ ৫০-৫০। বাংলাদেশ কোন অংশে পিছিয়ে নেই।’