রিজার্ভ চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা, আসামি অজ্ঞাত

0
21

10-10বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার পরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা বাদী হয়ে মামলাটি করেন। মানি লন্ডারিং আইনে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক।

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় আজ পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। অব্যাহতি দেওয়া হয়েছে দুই ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here