হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় গভর্নরের পদত্যাগ, দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়ার পর ব্যাংক সচিব এম আসলাম আলমকেও সরানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিকালে এই আলোচনা শুরুর আগে তিনি দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে তাকে ওএসডি করা হয়েছে, না কি অন্য দপ্তরে বদলি করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী। মন্ত্রী বলেন, উনি ওই বিভাগের সচিব ছিলেন। তাই তাকে সরিয়ে দেয়া হয়েছে।