বাংলাদেশের রাজকোষের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি নিয়েই ফিলিপাইনে সিনেট ব্লু রিবোন কমিটিতে শুনানি হচ্ছে আজ। এতে প্রধান সন্দেহভাজন হিসেবে যাদেরকে তলব করা হয়েছে তারা হলেন রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেঞ্জো টান, একই ব্যাংকের জুপিটার শাখার ম্যানেজার মাইয়া সান্তোষ দিগুইতো। দিগুইতোর এই শাখার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের এই বিপুল পরিমাণ অর্থ চুরি হয়। তবে এর পিছনে মূল হোতা কে বা কারা তা এখনও নির্ধারণ করা যায় নি। মাকাতি শহরের জুপিটার শাখার মাধ্যমে যেসব ব্যক্তির ব্যাংক একাউন্টে এই টাকা স্থানান্তর হয়েছে তারা হলেন উইলিয়াম সো গো, মাইকেল ফ্রান্সিস্কো ক্রুজ, জেসি ক্রিস্টোফার ল্যাগ্রোসাস, আলফ্রেড সান্তোষ ভারগারা, এনরিকো ভাসকুয়েজ ও কাম সিন ওং (কিম ওং)। তাদেরকেও আজকের শুনানিতে তলব করা হয়েছে। শুনানিতে রিসোর্স পারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন ব্যাংক, ক্যাসিনো মালিককে। আমন্ত্রণ জানানো হয়েছে এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কর্মকর্তাদের, বিএসপি গভর্নর আমান্দো টেটাঙ্গকো জুনিয়র, ফিলিপাইন এমিউজমেন্ট অ্যান্ড গেমিং করপোরেশনের চেয়ার ক্রিস্টিনো নগুইয়াত, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ার তেরেসিতা হারবোসা, ইনসুরেন্স কমিশনের কমিশনার ইমানুয়েল ডুস, এএমএলসি সেক্রেটারিয়েটের নির্বাহী পরিচালক জুলিয়া বাকে-বাবাদকে। আজ স্থানীয় সময় দুপুর দেড়টায় এ শুনানি হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন সিনেটর তিওফিস্তো গুইঙ্গোনা তৃতীয়।