বগুড়ায় নির্বাচনী সহিংসতায় আ.লীগ কর্মী নিহত

0
0

10-10বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় মাহাতাব আলী (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।

সোমবার রাত ১টার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলা বাজারে এ ঘটনা ঘটে। মাহাতাব আলী পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় পরিচালক এবং শিবগঞ্জ উপজেলার খাদইল গ্রামের বাসিন্দা। তিনি বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল গফুরের ভাগিনা। এ ঘটনার জের ধরে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে জামতলা বাজারে মাহাতাব আলী তার মামা আব্দুল গফুরের পক্ষে নির্বাচনী কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বিএনপি সমর্থিত প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকেরা তার ওপর হামলা চালায়। এ সময় অস্ত্র দিয়ে কোপ দিলে মাহাতাব আলীর হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গেলে আওয়ামী লীগের আরো দুই কর্মী আহত হন। স্থানীয়রা মাহাতাব আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে মাহাতাব আলীর মৃত্যুর খবর পেয়ে খাদইল ও জামতলা গ্রামে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাতেই পঞ্চদাস গ্রামের গোলাম রহমান (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, সহিংসতার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here