বিজ্ঞাপন আকারে ফরিদপুরের স্থানীয় দৈনিকে প্রতিবাদ ছেপেছেন কবীর মোল্যা। প্রতিবাদ ছেপে নিজের কুকীর্তি ঢাকার চেষ্টা করছেন তিনি।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মীরের কাপাষহাটিয়া গ্রামের মোল্যা বাহিনীর সংবাদ দৈনিক বার্তায় সিরিজ আকারে প্রকাশিত হলেও কোন প্রতিবাদ জানাননি কবীর মোল্যাসহ ঘটনার সাথে জড়িতরা।
খোকসাহাটের সংখ্যালঘু রতন বাবুর গরু চুরির সাথে কবীর মোল্যাসহ খলিল শেখ, আজিজার,বাকী,বিল্লাল,হাসান,আঞ্জুকাজী,বাবু ঠাকুর,ওহিদ শেখ জড়িত তার প্রমান দৈনিক বার্তার কাছে আছে।
খোকসা হাটের ওযুধ ব্যবসায়ী কালীদাসের মধ্যস্থতায় চোরাই গরু ফেরত দিয়ে ৫ হাজার টাকা গ্রহনসহ যাবতীয় প্রমান আছে। গরু চুরির সাথে সংশ্লিষ্ঠ একজনের টেলিফোন সাক্ষাৎকার রের্কড আছে এই প্রতিবেদকের কাছে। গরু চুরির নির্দেশ দাতা হিসেবে যাদের নাম বেড়িয়ে এসেছে তাদের মধ্যে নূর ইসলাম মেম্বার অন্যতম। গ্রামের অনেক অপকর্মের হোতা নুর ইসলাম মেম্বার।
মীরের কাপাষহাটিয়া গ্রামের এমন কোন লোক নেই যে কবীর মোল্যার পরকীয়ার কথা জানে না। মৃৃত ফারুক সর্দারের বউ শহর বানুর সাথে তার অবৈধ সর্ম্পকের কারনেই ফারুক সর্দার ধুঁকে-ধুকে মৃত্যু বরন করেছেন। সরেজমিন তদন্ত করলেই সারা গ্রামবাসী প্রমান দিবে।
মোল্যা বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ খোকসাহাট,ঘোড়াখালীর সংখ্যালঘু সম্প্রদায়। এদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। ছাগল,গরু,মুরগী চুরি হাজারো অপরাধের সাথে জড়িত এ বাহিনী।
দৈনিকবার্তা মনগড়া সংবাদ প্রকাশ করে কারো সম্মানহানী করার চেষ্টা করে নাই। যথাযথ প্রমান নিয়েই সংবাদ প্রকাশ করা হয়েছে। কোন পক্ষের হয়ে সংবাদ প্রকাশ আমাদের নিয়মের মধ্যে পড়ে না।